অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৪১, গণিত
অনুশীলনী- ২.২- মো: বদরুল ইসলাম, সহকারী শিক্ষক (গণিত), সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
- ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনী-২.২’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৯। ২% বৃদ্ধিতে ৫ লক্ষ জনসংখ্যা ৩ বছর পরে কত হবে?
(ক) ৫,৩০,৬০৪ জন (খ) ৫,৩২০,৫০ জন
(গ) ৫,৭৫,৭৫০ জন (ঘ) ৫,৫৭,৫৫০ জন
নিচের উদ্দীপক পড়ে ১০-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমন ব্যাংকে ১৫% মুনাফায় ৫০০০ টাকা জমা রাখলেন।
১০। ২ বছরান্তে সরল মুনাফা কত?
(ক) ১২৪০ টাকা (খ) ১৬৭০ টাকা
(গ) ১৫০০ টাকা (ঘ) ১৩৫০ টাকা
১১। উদ্দীপকে ২ বছরান্তে মুনাফা আসল কত হবে?
(ক) ৬৫০০ টাকা (খ) ৩৫০০ টাকা
(গ) ৬৬০০ টাকা (ঘ) ১৫০০০ টাকা
নিচের তথ্যের আলোকে ১২-১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৩০ লক্ষ এবং ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন।
১২। জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(ক) ৩০% (খ) ৫% (গ) ৩% (ঘ) ৬%
১৩। এক বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে?
(ক) ৩১,৭০,২৫০ জন
(খ) ৩০,৯০,০০০ জন
(গ) ৩৫,২৭,০০০ জন
(ঘ) ৩০,৮০,০০০ জন
১৪। ৩ বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে?
(ক) ৩২,৭৫,১৮১ জন (খ) ৩২,৭০,৫৫০ জন
(গ) ৩১,৭৫,৭৫০ জন (ঘ) ৩২,৫০,৭৫০ জন
নিচের উদ্দীপক থেকে (১৫-১৮) নম্বর প্রশ্নের উওর দাও :
কামাল সাহেব ৫% মুনাফায় ৭৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।
১৫। ১ম বছরান্তে মুনাফা কত হবে?
(ক) ২৭৫ টাকা (খ) ৩৫০ টাকা
(গ) ২৫০ টাকা (ঘ) ৩৭৫ টাকা
১৬। ১ম বছরান্তে মুনাফা আসল কত হবে?
(ক) ৭৫৭৫ টাকা (খ) ৮২০৫ টাকা
(গ) ৭৮৭৫ টাকা (ঘ) ৭১২০ টাকা
১৭। ২য় বছরান্তে মুনাফা আসল কত হবে?
(ক) ৮১২৫ টাকা (খ) ৭৮৮০ টাকা
(গ) ৮৫৪০ টাকা (ঘ) ৮২৫০ টাকা
১৮। ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ৮২৬৮.৭৫ টাকা (খ) ৮৩৪৫.৭৫ টাকা
(গ) ৮২৬০.৫০ টাকা (ঘ) ৮৫৫০.৩৫ টাকা
উত্তর : ৯.ক, ১০. গ, ১১.ক, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭.ঘ, ১৮. ক।